এবারের বালন দ’র পুরস্কার ঘোষণার কয়েকঘণ্টা আগে যে নাটক শুরু হয়েছে, পুরস্কার ঘোষণার পরেও যেন সে নাটকের থামাথামি নেই। অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল, বালন দ’র এবার ভিনিসিয়ুস জুনিয়রই জিততে চলছেন। সবকিছু সেভাবেই এগোচ্ছিল। কিন্তু গতকাল পুরস্কার ঘোষণার কয়েকঘণ্টা আগে বদলে যায় দৃশ্যপট। গুঞ্জন ওঠে রদ্রির জয় নিয়ে। এবং শেষ পর্যন্ত প্যারিসের তিয়েখঁ দু শাতেলে বালন দ’র উঁচিয়ে ধরেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার।
রদ্রির বালন দ’র জয় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না রেয়াল মাদ্রিদ ও ব্রাজিলের ভিনিসিয়ুস ভক্তরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বালন দ’র নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। পাশাপাশি কেন বালন দ’র ভিনিরই জেতা উচিত ছিল, সে যুক্তিও দিয়ে বিভিন্ন পরিসংখ্যান টেনে এনে। সেখানে থেমে থাকলেও কথা ছিল, ভিনির বালন দ’র না পাওয়ার জন্য তারা আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলকে দায়ী করে তাঁর সামাজিক মাধ্যমে রীতিমতো আক্রমণ চালাচ্ছেন!
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে আর কী! বালন দ’র জেতা রদ্রির ফেসবুক-ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্টই নেই, কিন্তু ভিনিসিয়ুস ভক্তদের সেটি কে বোঝাবে! রদ্রি বলতে তাঁরা আর্জেন্টিনার রদ্রিগোকে বুঝে তাঁর ইনস্টাগ্রামে ১৩ দিন আগে পোস্ট করা এক পোস্টের কমেন্ট বক্সে হামলে পড়েছেন।
বালন দ’র জেতার পর রদ্রি গতকাল রাতেই নিশ্চিত করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কোনো অ্যাকাউন্ট নেই। এদিকে রদ্রির নামের সঙ্গে দে পলের নামের প্রথম অংশের (রদ্রিগো) মিল থাকায় ভিনি ভক্তরা আর্জেন্টাইন মিডফিল্ডারকেই তাঁদের প্রতিপক্ষ ভাবছেন। আর সেটি ভেবে দে পলের প্রায় দুই সপ্তাহ একটি আগের একটি পোস্টে গিয়ে আক্রমণাত্মক মন্তব্য করছেন তারা।
ভিক্তরওয়াজহিয়ার নামের এক আইডি থেকে আর্জেন্টিনার রদ্রিগো দে পলের পোস্টের নিচে মন্তব্য করা হয়েছে, ‘তুমি বালন দ’রের যোগ্য নও।’ এসঅন ফ্লেম নামের আরেকজন লিখেছেন, ‘ভিনির পুরস্কার ডাকাতি করার সাহস কী করে হয়?’ লসি নামের অন্য ভিনি ভক্তের মন্তব্য, ‘এটা শুধু ভিনির সম্পত্তি।’
শুধু যে ভিনি ভক্তরা ভুল করছেন, এমন নয়। অনেক রদ্রি ভক্ত গিয়ে ভুল করে প্রশংসায় ভাসাচ্ছেন দে পলকে। এই যেমন খাজামাহের নামের এক ভক্ত লিখেছেন, ‘বালন দ’র ২০২৪ জেতার জন্য অভিনন্দন।’ আরেক ভক্ত লিখেছেন, ‘অভিনন্দন, এটা তোমার প্রাপ্যই ছিল।’
এমন দুই পক্ষের অনেক মন্তব্যে গিজগিজ করছে দে পলের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট। তবে সেখানে আরেকপক্ষ পাওয়া যাচ্ছে, যারা দুই পক্ষেরই ভুল ধরিয়ে দিতে কমেন্ট করেছেন। জিসান নামের তেমনই একজন ভক্ত লিখেছেন, ‘এদের কি মাথা খারাপ হয়েছে? ইনি ম্যানচেস্টার সিটির রদ্রি নন, ইনি দে পল।’ এসআরগ্যাবয় নামের আরেকজন অবশ্য মাদ্রিদের নামটি ব্যঙ্গ করে লিখেছেন, ‘ভারদ্রিদের সমর্থকেরা দে পলের অ্যাকাউন্টে এসে কমেন্টে করছে। বুঝতে পারছেন, ওদের আইকিউ কত্ত নেগেটিভ!’ এলএক্সমইরাং নামের আরেক ভক্ত এসবে কিছুটা হতাশ হয়ে লিখেছেন, ‘এই (লেভেলের) লোকগুলোর সঙ্গেই আমাদের প্রতিদিন তর্ক করতে হয়!’
No comments