২৬ অক্টোবর ২০২৪ভিনিসিউস ব্যালন ডি’অর জিতলেও বর্তমান সেরা মেসিই: মায়ামি কোচব্যালন ডি’অর, ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার। বাতাসে গুঞ্জন, এবারের পুরস্কারটি উঠতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিউসের হাতে। ইন্টার মায়ামির কোচ টানা মার্তিনোও এগিয়ে রাখছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। তবে ব্যালন ডি’অর যে-ই জিতুক না কেন, মার্তিনোর কাছে এখনো বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। মার্তিনোর চোখে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার এখনো মেসি। ছবি:তআর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসে মঞ্চায়িত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠান। আগের মৌসুমের সেরা পারফর্মারদের মধ্যে থেকে ভোটের মাধ্যমে একজনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।গত মাসে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর পুরস্কার ব্যালন ডি'অর ২০২৪ এর জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। ২০০৬ সালের পর প্রথমবার সে তালিকায় জায়গা হয়নি সর্বোচ্চ ৮ চার ব্যালন ডি’অর জেতা মেসির। সংক্ষিপ্ত সে তালিকায় অনেক তারকা থাকলেও সেরা তিনের আলোচনায় আছেন ভিনিসিউস, জুড বেলিংহ্যাম ও রদ্রি। তাদের মধ্যে আবার ২৪ বছর বয়সি ভিনিকে নিয়ে গুঞ্জনটা বেশি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন ভিনি। রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনোও মনে করেন, এবারের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আছে ব্রাজিলিয়ানের। তবে এ পুরস্কারকে সেরার মানদণ্ড হিসেবে বিবেচনা করতে নারাজ তিনি। সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও তার কাছে এখনো বিশ্বের সেরা ফুটবলার তার শিষ্য মেসি। মার্তিনো বলেন, ‘এটা (ব্যালন ডি’অর) কখনো আমাকে আকর্ষণ করেনি। আমার কাছে এটাও স্পষ্ট না যে, পুরস্কারটি বিশ্বের সেরা খেলোয়াড়কে নাকি বছরের সেরা খেলোয়াড়কে দেয়া হয়। ভিনিসিউস জুনিয়র সম্ভবত এগিয়ে আছেন (ব্যালন ডি’অরের দৌড়ে)। কিন্তু আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, কে বর্তমানে সেরা, আমি বলব মেসি।’ ২০২৩ সালে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মেসি। বয়স ৩৭ ছাড়ালেও এখনো পারফরম্যান্সে তরুণ আর্জেন্টাইন তারকা। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি ১৬ অ্যাসিস্ট করেছেন মেসি। দেশের হয়ে জিতেছেন কোপা আমেরিকা শিরোপা।এবারের ব্যালন ডি’অরের তালিকায় মেসিকে না দেখে অবাক তার বার্সেলোনার পুরনো সতীর্থ জর্দি আলবা। তিনি বলেন, ‘ব্যালন ডি’অরকে আমি কখনো গুরুত্ব দিইনি। কিন্তু আমার মতে, লিও সবসময় সেখানে জায়গা করে নেবে। সে এখনো পার্থক্য (ম্যাচের ফল পরিবর্তন) গড়ে দেয়ার কাজ করে যাচ্ছে। কোনো সংশয় ছাড়াই সে বিশ্বের সেরা।
No comments