ফ্লিক মাস্টারক্লাস– যে কৌশলে রিয়ালকে উড়িয়ে দিলো বার্সেলোনা
ফ্র্যাঙ্কি ডি ইয়ং– দ্য ‘চিট কোড’
পাঁচ পয়েন্টে এল ক্লাসিকো
- বার্সার একাদশে ৬ খেলোয়াড় ছিলেন ২২ বছরের কম বয়সী। ক্লাসিকোর সর্বশেষ ১০৮ বছরে যা দেখা যায়নি।
- ৬৫ বছর পর ক্লাসিকোর এক অর্ধে প্রতিপক্ষের মাঠে ৪ গোল
- লা লিগার ইতিহাসে এক ম্যাচে এমবাপের সবচেয়ে বেশি অফসাইড
- আলফারো নাভারোকে টপকে এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা লামিনে ইয়ামাল
- ১৩ মাস এবং লা লিগায় ৪২ ম্যাচ পর রিয়াল মাদ্রিদের হার
No comments